মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে ১০০টি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরায় সরকারি কলেজ চত্বরে উক্ত বৃক্ষ রোপন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস.এম আশিকুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শোভন প্রমুখ।
ছাত্রলীগ নেতারা এ সময় জানান, আগামী ৩ মাস যাবৎ তাদের এই বৃক্ষরোপন কর্মসুচি অব্যাহত থাকবে।