সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে লন্ডন প্রবাসী সৈয়দ আরশাদ আলী ও তার পরিবারের সদস্যদের অর্থায়নে ও দুআ কামনায় এবং বীকোন ফাউন্ডেশনের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় জয়নগর মরহুম আলহাজ্ব সাবিলার রহমান সরদারের বাড়িতে ব্রিটেন’র সোয়ান্সি ইসলামিক একাডেমির ডাইরেক্টর শাইখ ড. আব্দুস সালাম আজাদির সার্বিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়।
এতে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত এ কম্বল বিতরনের শুভ উদ্বোধন করেন। অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ারের সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল গফুর, মাওলানা আব্দুল জলিল, মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ, আব্দুল মালেক প্রমুখ।
এসময় অত্র এলাকার শতাধিক অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।