ভারতে পাচারকালে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা মূল্যের ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এসময় বিজিবি কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হননি।
শুক্রবার দুপুুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ডের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাতে সেখানকার শ্মশান পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ হতে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করা হয়। যার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।