দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দৌলতপুর দক্ষিণ পাড়া সিদ্দিকীয়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ডে দৌলতপুর এলাকায় দৌলতপুর দক্ষিণ পাড়া সিদ্দিকীয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ফারুখ আহমেদ’র সভাপতিত্বে কড়াই থেকে বেজে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, পৌরভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ। এলাকাবাসীর ব্যক্তিগত উদ্যোগে এবং এলাকাবাসী ও পৌরসভার সহযোগিতায় এ মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৌলতপুর দক্ষিণ পাড়া সিদ্দিকীয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ক্বারী মো. হাবিবুল্লাহ আহছানী।