সংকট সংগ্রামে, অর্জনে মানবতার সেবায় যুবলীগের ৪৮ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকালে সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন। এসময় তিনি বলেন, ‘যুব সমাজ ছাড়া কোন সংগ্রাম ও নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। এজন্য বঙ্গবন্ধু যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধুর আপন ভাগ্নে শেখ ফজলুল হক মনি। এজন্য আওয়ামী পরিবার কখনো যুবলীগের সাথে বেঈমানী করতে পারে না। আগামী পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুবলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানান।’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামুলল হক প্রমুখ। এসময় ১৪টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম।