১০ বছর পেরিয়ে ১১ বছরে পর্দাপন করায় গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর ২০২০) সকাল ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মোহনা টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহম্মেদ, মহা সচিব সৈয়দ মিরাজুল ইসলাম।
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এরপর আমন্ত্রিত অতিথিদের দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পর অতিথি সহ সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরন করা হয়।