গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর তারা লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদের দাবিতে সমাধিসৌধের ২নং গেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এ সময় বক্তারা বলেন, বিগত চার বছর বার কাউন্সিলের কোন পরীক্ষা হয়নি। ২০২০ সালে এমসিকিউ পরীক্ষা অংশ গ্রহন করে উত্তীর্ণ হই। মহামারি করোনার কারনে লিখিত পরীক্ষার তারিখ দেয়নি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অটো পাশ দিয়েছে। লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরিক্ষার মাধ্যমে সনদ প্রদানের দাবিতে আমরা একটানা ১২৮ দিন যাবত অনশন করে আসছি। আমাদের প্রতি বার কাউন্সিলের কোন সুদৃষ্টি আসেনি। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাব্বি স্মরন, একে মাহমুদ, মিলন শরীফ, নজরুল ইসলাম, জিলকদ প্রমুখ।