বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ করোনা আক্রান্ত কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি মো. নিজাম উদ্দিন, আব্দুল মজিদ, আব্দুল হামিদ, জাহাঙ্গীর কবির পল্টু, যুগ্ম সম্পাদক আসলাম পারভেজ শাহীন, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শেখ জিল্লুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান দিলু, নুরুজ্জামান গাজী, আব্দুল্লাহ আল মহিত, আক্তারুজ্জামান, জাকির হোসেন মিঠু, সেলিম রেজা, কাজী মুহম্মদ সোহেল প্রমুখ।
এসময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ করোনা আক্রান্ত কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা।
দোয়া অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আনারুল ইসলাম।