করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কোহিনুর বেগম নামের এক সাংবাদিকের মা ও রাহাতুল্লাহ নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে তারা মারা যান।
কোহিনুর বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া ন’পাড়া গ্রামের গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। তিনি দৈনিক যুগেরবার্তা পত্রিকার স্টাফ রিপার্টার আব্দুল্লাহ আল মামুনের মা। এ ছাড়া রাহাতুল্লাহ (৯৫) এর বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া ন’পাড়া গ্রামের কোহিনুর বেগমকে (৫০) শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাহাতুল্লাহকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের কথা বলা হয়েছে। তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।