সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের উদ্যোগে, ‘গাছ লাগাবে বহু লোক’ স্লোগানে সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদ ও জেলা সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপি গাছ বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে জজকোর্ট মোড়স্থ সংগঠনের কাযার্লয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে গাছ বিতরণ উৎসব উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। অনুষ্ঠানে মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তেব্য রাখেন মনিরুজ্জামান মনির, আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, খাইরুল বাসার, ইকবাল হোসেন, রফিকুল বারী, গাজী মনির, হাবিবুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, মনিরুজ্জামান মিঠু, আসাফুর রহমান, সাইদুল ইসলাম রুবেল প্রমুখ।