দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে সাতক্ষীরা জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন ‘২৪) বিকাল ৫ টায় শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের আহবায়ক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের নেতা তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র পূর্ণরুদ্ধার, সৈরাচার বিরোধী আন্দোলনসহ গুরুত্বপূর্ণ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাকে যদি বিদেশে চিকিৎসা করানো যেত তাহলে তিনি সুস্থ্য হয়ে যেতেন। কিন্তু এই সরকার তার সেই অধিকার কেড়ে নিয়ে তাকে বন্ধী করে রেখেছে। সারাদেশ আজ কারাগারে রুপান্তরিত করেছে। বিএনপি ও কৃষকদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আর যারা জামিনে আছে তাদের সময় কাটে এখন কোটের বারান্ডায়। এসরকার মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছে কিন্তু দ্রব্য মূল্যের উর্দ্ধগতী জনগণের নাভিশ্বাস পরিনত হয়েছে। দেশের মানুষ আজ দিশেহারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসরী তারেক রহমান বিএনপি তথা কৃষকদলের নেতৃত্ব দিচ্ছে। এই সৈরাচার সরকারকে বিদায় করতে তারেক রহমানের নির্দেশে জেলা কৃষকদলসহ বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বেই এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও অ্যাডভোকেট আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা কবির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) মোস্তফা কামাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান,সহ- যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব ও শেখ তারিকুল হাসান, কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাজী কামাল হোসেন কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সদস্য কামরুজ্জামান বকুল,আবু তৈয়েব রমিজ উদ্দিন রুমি, বাগেরহাট জেলা কৃষদলের আহবায়ক আ, ছ, ফ, দৌলা জুয়েল, খুলনা জেলা কৃষকলের সাধারণ সম্পাদক শেখ মো. আবু সাঈদ। এসময় সাতক্ষীরা জেলা ও ৭ টি উপজেলা কৃষকদলের আহবায়ক, সদস্য সচিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।