সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফিতা কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ জুন ‘২৪) বিকাল সাড়ে ৫টায় শহরের সরকারি গার্লস স্কুল ব্রিজের পূর্ব পাশে লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর সপ্তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী ফিরোজ হাসান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, শিমুন শামস্, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা সৈনিক লীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু, সহ-সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, রোটারিয়ান আশরাফুল করিম ধনী, আসাদুজ্জামান লিটু প্রমুখ।
সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখায় সকলের পছন্দের দই, মিষ্টি, রসগোল্লা, ফাস্ট ফুড, কফি ও বেকারী সামগ্রীসহ বিভিন্ন রকমের উন্নতমানের খাবার পাওয়া যাবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম মূফতি ইয়াছিন আলম খান। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।