সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা’র স্টাফ রিপার্টার ও জাতীয় দৈনিক চিত্র পত্রিকা’র জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম’র ফেসবুক আইডি হ্যাক করে সামাজিকভাবে অসম্মান করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কে বা কাহারা।
গত কয়েকদিন পূর্বে কামরুল ইসলাম নামে একটি অব্যবহৃত আইডি থেকে তার পরিচিত অপরিচিত বিভিন্ন মানুষের কাছে অপত্তিকর ম্যাসেজ পাঠিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, কামরুল ইসলাম নামে একটি ফেসবুক আইডি অনেক আগে খোলা ছিল। যেটি তিনি পূর্ব ব্যবহার করতেন। কিন্তু গত ২৬ অক্টোবর থেকে কে বা কারা কামরুল ইসলামের উক্ত আইডিটি হ্যাক করে পরিচিত অপরিচিতদের নিকট বিভিন্ন ধরনের আপত্তিকর ম্যাসেজ পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন কর যাচ্ছে।বর্তমান শেখ কামরুল ইসলাম নাম একটি আইডি তিনি ব্যবহার করছেন। হটাৎ করে তার সেই অব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক করে বিভিন্ন ধরনের অশ্লীল অপপ্রচার চালাচ্ছে হ্যাকাররা। উপরোক্ত হ্যাকারদের সনাক্ত করতে সদর থানায় ডায়রী করা হয়েছে। যার নং ২১৯, তারিখ: ৪ নভেম্বর।
এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করৈছেন সাংবাদিক শেখ কামরুল ইসলাম। এছাড়া তার হ্যাক হয়ে যাওয়া অব্যবহৃত ফেসবুক আইডি থেকে এ ধরনের অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।