সাতক্ষীরা শহরের তুফান বাসস্ট্যান্ড জামে মসজিদ সংস্কার জেলা পরিষদ থেকে ১লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার মসজিদের কর্মকর্তাদের হাতে এ অনুদানের চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় তিনি বলেন, ‘আমি চেষ্টা করবো, ‘আগামী দিনেও পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠান এ ধরনের অনুদান দেওয়ার। সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।’ এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, ইসমাঈল হোসেন প্রমুখ।