শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারের তরুনীকে সাতক্ষীরায় এনে ধর্ম পরিবর্তন করে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ সাতক্ষীরায় ২৪ ঘন্টায় নাশকতার মামলায় জামায়াত বিএনপি’র ৫ নেতা কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে শিক্ষাবান্ধব ডাঃ আমিরুল ইসলাম ৬ বার এসএমসি’র সভাপতি নির্বাচিত মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাজুস সম্পাদক মনোরঞ্জন কর্মকার সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ  বিআরটিএ’র প্রাপ্তি স্বীকার রশিদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সাতক্ষীরায় কো*টা সং*স্কা*র আ*ন্দো*লনে পা*ল্টা-পা*ল্টি হা*মলা*য় পুলি*শ*সহ আহ*ত-১৩,আট*ক-১৫ বাজুস সাতক্ষীরা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত তালায় সরঞ্জামসহ ৩টি ডাহুক উদ্ধার তালায় আমার সংবাদ পত্রিকা ১ যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সেক্রেটারী পদে লড়তে চান গাজী মিন্টু

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আনোয়ার হোসেন মিন্টু ইউনিয়ন আওয়ামীলীগের আগামী ত্রি-বার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন বলে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

গাজী আনোয়ার হোসেন মিন্টু প্রতিবেদক কে জানান, সপ্তম শ্রেনীতে পড়াকালীন সময় থেকে তার রাজনীতির হাতেখড়ি। এরপর ১৯৯৪ সালে  শ্যামনগর মহসীন কলেজ শাখা ছাত্রলীগে সদস্য হিসেবে নাম লিখিয়ে পরে থানা ছাত্রলীগ, থানা যুবলীগ এবং ২০০৪ সালে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। দীর্ঘ এই সময়ের মধ্যে ২০১৩ সালে কাশিমাড়ীতে রাজনৈতিক সহিংসতার সময়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরও জানান, সকল আন্দোলন সংগ্রামে সবার সামনে থেকে দলকে সুসঙ্গঠিত করার জন্য তৃণমূল পর্যায় পর্যন্ত ছুটে চলেছি। নিজস্ব অর্থ শ্রম দিয়ে তৎকালীন জামায়াত-বিএনপি অধ্যুষিত কাশিমাড়ীতে আওয়ামীলীগের অবস্থান মজবুত করেছি। বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারন করে দলকে ভালবেসে আজও দলের স্বার্থে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছি।

২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময়ে এলাকার আওয়ামী প্রেমীরা নিজেদের কে আওয়ামীলীগের লোক বলতে ভয় পেতো। আমাদের কে মসজিদ, ঈদগাহে হিন্দু হিসেবে অপমান করত, তারপরও আমাদের পরিবার সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগনের মাঝে থেকে দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ছাত্র রাজনীতি থেকে শুরু করে শ্যামনগর তথা কাশিমাড়ী ইউনিয়নে সকলের কাছে আওয়ামীলীগের একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছি।

তবে দুঃখের বিষয়, ২০১৪ সালে আমাকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে সরিয়ে সদস্য হিসেবে ইউনিয়ন কমিটিতে রাখা হয়।

এছাড়া ১৯৮৬ সালের নির্বাচনে আমার পিতার সাথে সমগ্র ইউনিয়নে আমি নৌকার পোষ্টার লাগিয়েছি। তখনকার দিনে কাশিমাড়ীতে আওয়ামীলীগের কর্মীর বড়ই অভাব ছিল। সকল ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আমার পিতা প্রবীণ আওয়ামীলীগ নেতা কওছার আলী গাজী ১৯৭০ সাল থেকে অদ্যবধি পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে আছে।

আর আমি জন্মসূত্রে আওয়ামী পরিবারের সন্তান। আমার পিতার নীতি অনুসরণ করে আজ পর্যন্ত আওয়ামীলীগের রাজনীতি করি। আওয়ামীলীগের দুঃদিনে ২১ বছর দল ক্ষমতায় ছিল না, তার পরও আমার পরিবার দলের বাহিরে স্বার্থের কথা কখনও চিন্তা করিনি।কাশিমাড়ীতে যে কয়জন ব্যক্তি তৎকালীন বঙ্গবন্ধুর সময় থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছে তারমধ্যে আমার পিতা অন্যতম। কখনও এক বিন্দু নিজের স্বার্থের কথা চিনতা করিনি। আর আমি সেই পিতার সন্তান হয়ে তার আদর্শ কে বুকে ধারন করে আগামী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে লড়াই করার জন্য সকলের দোয়া, আশির্বাদ ও সমর্থন কামনা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!