সাতক্ষীরার তালায় আ্যলকো জাতীয় ঔষধ খেয়ে সনৎ বাছাড় (৩৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার খেশরা ইউনিয়নের দঃশাহাজাতপুর গ্রামের হরিপদ বাছাড়ের ছেলে।সে স্থানীয় শাহাজাতপুর বাজারে কাপড় ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী জানান,আজ রবিবার জনৈক সুনিল দাশের ঔষধের দোকান থেকে আ্যলকো জাতীয় নেশার ঔষধ কিনে খেয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে।পরবর্তীতে তাকে তালা সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়।সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত হয়।
তালা থানা ওসি মেহেদী রাসেল, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।