শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতিসাধন সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হ্রদয়ের ভাড়াটিয়া-কবি তানভীর আহমেদ তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন শ্যামনগরে উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী টুঙ্গিপাড়ায় ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ১৬৭ বার পড়া হয়েছে

শুক্রবার অ্যাড. আশরাফুল আলমের বাড়ির ফটক ভাঙচুর, চারজনকে পিটিয়ে জখম ও ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ রাববারে দ্রুত বিচার আইনসহ তিনটি মামলায় ৪৪জনকে আসামী করা হয়েছে। দ্রুত বিচার আইনে অ্যাড, আশরাফুল আলমের দায়েরকৃত মামলায় মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর আসামীদের সমন ও অ্যাড. ফকরুল আলম বাবুর দায়েরকৃত মারপিট ও চাঁদাবাজির পৃথক মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানরা জারির নির্দেশ দিয়েছেন।

এদিকে সাতক্ষীরা শহরের পলাশপোল ও সদর উপজেলার দেবনগর আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও পৃথক ঘটনায় ভাঙচুর ও দু’ আইনজীবীসহ ৫জনকে পিটিয়ে জখম ও জমি দখলের ঘটনায় জেলা আইনজীবী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় সমিতির নিজস্ব ভবন এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্যে দেন ভুক্তভোগী অ্যাড. আশরাফুল আলম, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. সায়েদুজ্জামান, অ্যাড. তামিম আহম্মদ সোহাগ, অ্যাড, মোজাহার হোসেন কান্টু প্রমুখ।

অ্যাড. আশরাফুল আলম শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষরা যেভাবে তাঁর বাড়ির লোহার দরজা ও প্রাচীর ভেঙে ফেলে ১৫ অক্টোবর আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে জবরদখলের চেষ্টা চালিয়ে তার আইনজীবী ভাইসহ চারজনকে পিটিয়ে জখম করেছে তার বর্ণনা দেন। শুক্রবার রাতে হামলাকারিরা ভেঙ্গে ফেলা প্রাচীরের সকল ইট নিয়ে গেলেও শনিবার রাতে আবার নতুন প্রাচীর বানিয়ে দিয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি কেঁদে ফেলেন। ন্যয় বিচার পাওয়ার জন্য আইনজীবী সমিতির সকল সদস্যদের কাছে আকুল আবেদন করেন।

একইভাবে ভুক্তভোগী অ্যাড. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক পরিচয়দানকারি তার এলাকার আবু সাঈদ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নজরুলসহ কয়েকজন তার কাছে পাঁচ শতক জমি বা ১০ লাখ টাকা চাঁদা চান। দিতে রাজী না হওয়ায় তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। ওই জমি দখল করতে পারে এমন আশঙ্কায় তিনি আদালতে ১৪৫ ধারায় মামলা করলে পুলিশকে আইন-শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোঃ বদিউজ্জামান। এরপরও আবু সাঈদ ও নজরুলের নেতৃত্ব ওই জমি দখলের উদ্যোগ নিলে একপর্যায়ে তিনি ওইসব চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় এজাহার দিলেও পুলিশ মামলা নেয়নি। পরে আদালতের নির্দেশে মামলা নেয়। মিথ্যা মামলায় তিনিও তার ১০ জন আত্মীয় স্বজন আদালত থেকে জামিন পেয়েছেন। অথচ চাঁদাবাজির মামলার দু’ আসামী ব্যতীত ১১ জন প্রকাশ্য ঘুরে বেড়িয়ে তার জমি দখল করে টিনের ঘর বানিয়ে বসবাস শুরু করেছে।

সভা শেষে থানায় অথবা আদালতে মামলা করার পর পুলিশ এক সপ্তাহের মধ্যে আসামীদের গ্রেপ্তার না করলে আইনজীবী সমিতি কঠোর কর্মসুচি দেবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে রফিকুল ইসলামের দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তারের ব্যাপারে সাত দিন সময় দেওয়া হয়।
এদিকে ত্রাস সৃষ্টি করে বাড়ির ফটক ও প্রাচীর ভাঙচুরের ঘটনায় অ্যাড. আশরাফুল আলম বাদি হয়ে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৮জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

বিচারক হুমায়ুন কবীর আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়ে আগামি বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আশরাফুল আলমের এক আইনজীবী ভাইসহ চারজনকে পিটিয়ে জখমের ঘটনায় হাফিজুর, জাহাঙ্গীর ও রবিউল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে অ্যাড. ফকরুল আলম বাবুর দায়েরকৃত মামলাটি ও ১০ লাখ টাকার চাঁদার দাবিতে হাফিজুর, জাহাঙ্গীর ও রবিউলসহ আট জনের বিরুদ্ধে দায়েরকৃত অ্যাড. ফকরুল আলম বাবুর দায়েরকৃত পৃথক মামলা দু’টিতছ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুখ্য বিচারিক হাকিম মো: হুমায়ুন কবীর।
 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!