শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়কে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাবসার মোড়ে মোটরযানের উপর মোবাইল কোর্ট আলিপুর ও কুলিয়া ইউপি’র উপ-নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্বাচনী ব্রিফিং কালিগঞ্জে ৪শ’ কেজি অপরিপক্ক আম জব্দ  আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাকে নিয়ে লেখা ‘সাতক্ষীরার সূর্য়’ বইয়ের মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান সাতক্ষীরায় অগ্নিবীনার উদ্যোগে নজরুল সম্মিলন অনুষ্ঠিত দেবহাটায় চুরি সন্ধেহে যুবককে অমানবিক নি র্যা ত ন! দেবহাটায় ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ! সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে দগ্ধ ও পোড়া রুগীরা গোপালগঞ্জের উন্নয়ন করাই হবে আমাদের সকলের উদ্দ্যেশ্য-কামরুজ্জামান ভূইয়া (লুটুল) তালায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতিসাধন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার সাজাপ্রাপ্ত আসামী ইয়াসিন গ্রেপ্তার

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপি কর্মী ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যকশান ব্যাটালিয়ন র‍্যাব। মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার শানতলা তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত ইয়াসিন আলী (৫৭) সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙার ইউসুফ আলী মুন্সির ছেলে।

র‍্যাব-৬ , সিপিসি -৩ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন বুধবার এক প্রেস ব্রিফিংএ উল্লেখ করেন যে, সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাত বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙার ইয়াছিন আলীকে গোপান খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন শানপুর তিন রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গ্রেফেতার এড়ানোর জন্য আইনশৃংখলা বাহনিীর চোখকে ফাঁকি দিয়ে নিজ এলাকা সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে থাকতো। দুটি রিক্সা কিনে তা ভাড়া দিয়ে প্রাপ্ত টাকায় সে তার ঘরভাড়া ও অন্যান্য খরচ চালাতো। ইয়াসিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি, হত্যা চেষ্টার একটি ও মাদক আইনে একটি বিচারাধীন মামলা রয়েছেএ। বুধবার তাকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন কলারোয়ার এক মুক্তিযদ্ধোর ধর্ষিতা স্ত্রীকে দেখে যশোরে ফিরছিলেন তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কলারোয়া থানার পাশে বিএনপি কার্যালয়ের সামনে রাস্তার উপর একটি যাত্রী শূন্য বাস আড় করে দিয়ে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা, সাংবাদিকসহ কমপক্ষে একডজন লোক আহত হয়। এ ঘটনায় কলারোয়ার মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোসলেমউদ্দিন বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ আরো ৭০/৮০ জন বিএনপি নেতা কর্মীর নামে থানায় মামলা দায়ের করেন। থানা মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয়। বিভিন্ন প্রতিবন্ধকতা শেষে ২০১৫ সালে মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে অস্ত্র, বিষ্ফোরক ও পেনালকোর্ডের ধারায় আদালতে পৃথক তিনটি অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম অভিযোগপত্রে উল্লেখিত সকল আসামীদের বিরুদ্ধে (টিআর- ১৫১/১৫ নং) সাড়ে চার থেকে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেন। এ মামলায় ইয়াসিন আলীর সাড়ে চার বছর কারাদণ্ড দেওয়া হয়। একইভাবে বিশেষ ট্রাইব্যুনাল -৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল ২০০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায়(এসটিসি-২০৮/১৫) ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় (এসটিসি-২০৭/১৫) ২০২৩ সালের ১৮ এপ্রিল সাবেক সাংসদ হাবিবসহ চারজনের বিরুদ্ধে পৃথক যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ইয়াছিনসহ ৪৪ জনের প্রত্যেককের বিরুদ্ধে সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ মামলায় ইয়াসিন আলী, আব্দুল কাদের বাচ্চুসহ কয়েকজন পলাতক ছিলেন। এদের মধ্যে মঙ্গলবার ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!