জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্ব-পরিবারে হত্যার পর, হত্যার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তারমধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা চট্টলার সিংহ পুরুষ মৌলভী সৈয়দ আহমাদ চৌধুরীর চট্টগ্রামের বাঁশখালী শেখের খিল কবর জিয়ারত ও বাড়ির খোঁজখবর নিলেন বঙ্গবন্ধু’র আদর্শের আরেক সৈনিক শেখ মোঃ মোত্তাহিদুর রহমান শিরু।
তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের আর এক বীর পুরুষ বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী বাবু-এর আনোয়ারা উপজেলার হাইধর গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে গিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে করেন।
এ সময় দৈনিক “বাংলার বাণী” পত্রিকার সাবেক বান্দরবান জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এম.এ.হাকিম চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বীরপুরুষ মুক্তিযুদ্ধের অন্যতম নেতা সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সার এর চট্টগ্রাম শহরের চন্দনপুরায় কবর জিয়ারত করে ছোট ভাই তারেক খানের সাথে বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন তিনি। এ সময় তার সাথে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম.এ. হাকিম চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে বিকালে চট্টগ্রাম চশমা হিলে চট্টলবীর বীর মুক্তিযোদ্ধা মরহুম এবি.এম. মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন তারা।