সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী এক মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছেন।
নিহত যুবক দেবহাটা উপজেলা সদরের বর্তমান বাসিন্দা মোস্তফার ছেলে এবং আহত শিক্ষার্থী একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, মোটরসাইকেলে দুই বন্ধু সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এঘটনায় বেলাল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া আহত ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাক (ঢাকা- মেট্রো ২০-৬২৭০) জব্দ করা হয়েছে এবং চালকসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।