সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর এই উৎসবকে সীমিত পরিসরে পালনের নির্দেশনা দেন সরকার। সরকারি সিদ্ধান্ত মেনে গোপালগঞ্জে এ বছর প্রায় ১২০০ মণ্ডপে পূজা-অর্চনার মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় জেলা পুলিশ বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় কঠোর পর্যবেক্ষণ ও পরিদর্শনের মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন মণ্ডপে পূজা-অর্চনা চলছে।
শারদীয় দূর্গোৎসব- ২০২০ উপলক্ষ্যে গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম (বার) গোপালগঞ্জ সদর থানা এলাকার শ্রী শ্রী গনেশ পাগলা পূজা মন্ডপ সহ অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শনপূর্বক সার্বিক নিরাপত্তা বিষয়াদি পর্যবেক্ষন এবং বিশ্ব মহামারী করোনা সংক্রমন প্রতিরোধের করনীয় মেনে পূজার আচার পালনের জন্য পূজা উদযাপন কমিটি, পূজারী ও দর্শনার্থীদের অনুরোধ করেন।
এর আগে, গত শুক্রবার রাতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসবকে প্রাণবন্ত করে তুলতে গোপালগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশ বিভাগের আইকন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর পাঠানো শারদীয় শুভেচ্ছা উপহার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করেন।