সাতক্ষীরার কলারোয়ায় ব্যতিক্রম ভাবে জন্মদিন পালন করলো এক ২য় শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারী’২৪) সকালে উপজেলার দিগং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই জন্মদিন পালন করা হয়।
সেখানে উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে একটি করে পেয়ারার চারা তুলে দিয়ে ওই বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী রোযা ইমাম তার জন্মদির পালন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কলেজ অধ্যক্ষ এস এম
সহিদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন, অভিভাবক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান, অভিভাবক সদস্য বেলাল সরদার, কবিরুজ্জামান বাবলু, শিক্ষক নাজমা পারভীন, সালমা আক্তার, হুমাইরা খাতুন, আফরোজা খাতুন, রেহেনা খাতুন, শিক্ষার্থীর পিতা ইঞ্জিনিয়ার আল ইমাম ও মাতা-শবনম পারভীন সহ সকল শিক্ষার্থীবৃন্দ।