বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পৌর এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পল্লী মঙ্গল স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পৌর এলাকার ০৫টি ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রধান উপদেষ্টা নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ জেলার করোনা পরিস্থিতির কারণে অসহায় মানুষের জন্য যে নগদ সহায়তা দিয়েছে তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। করোনা প্রতিরোধে আগে আমরা নিজেরা সজাগ ও সতর্ক হয়ে অন্য মানুষদের সচেতন করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবব্দুর রশিদ, জেলা পরিষদের মহিলা সদস্য এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, পৌর ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
এসময় পৌরসভার ০৫টি ওয়ার্ডের ২শ’২৫ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।