জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড.মোঃ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে এই আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী (টুটুল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রত্যেক স্কুল কলেজে বাধ্যতামূলক খেলাধুলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। খালি হাতে আত্মরক্ষা কিভাবে করা যায়, সে বিষয়েও সঠিক প্রশিক্ষণ দেয়ার গুরুত্ব আরোপ করেন তিনি।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা)।
এ ছাড়া অন্যদের মধ্যে জেলা কারাতের সভাপতি বাবুল আক্তার বাবলা, প্রশিক্ষক মোঃ সাহেদুর রহমান রনি, শিক্ষার্থী-অভিভাবক ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।