শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন জায়গার পুজা মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সনাতন ধর্মাবলম্বী ৭৭ টি অসচ্ছল পরিবারের মধ্যে মহা অষ্টমীর খাদ্য উপকরণ ময়দা, তেল, সুজি, চিনি, ডাল এবং করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সার্জিক্যাল মাক্স বিতরণ করেন প্রথম আলো বন্ধু সভা যশোরের সহ- সভাপতি আনন্দ কুমার সরকার নিরব।
এসময় উপস্থিত ছিলেন দীঘা চালিতাবাড়ীয়া, মহিষা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ, প্রচার সম্পাদক গণেশ সরকার, আরো উপস্থিত ছিলেন হরিদাস বিশ্বাস, সজল সরকার, উৎপল সরকার প্রমুখ।