সাতক্ষীরা জেলা মাহেদ্রো থ্রী-হুইলার এন.পি.জে মালিক সমবায় সমিতি লিঃ (রেজি: নং-৪২/সাত) এর ত্রি-বার্ষিক নিবার্চন-২০২০ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার শহরের কামালনগরস্থ সংগঠনের জেলা কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ১১ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ। নির্বাচনে সভাপতি পদে আব্দুল গফ্ফার (চেয়ার প্রতিক) ২১৪ ভোট পেয়ৈ নির্বাচিত হয়েছে, তার প্রতিদ্বদ্বী প্রার্থী তরিকুল ইসলাম (স্বতন্র -ডাব প্রতিক) পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে এসএম শাহিনুর রহমান (হরিণ প্রতিক) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী সেলিম বাবু (সিংহ প্রতিক) পেয়েছন ১২৪ ভোট। সহ সভাপতি পদে মো. বজলুর রহমান (আম প্রতিক) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর (কলম প্রতিক) পেয়েছেন ১১৬ ভোট। সহ সভাপতি পদ মো. জয়নাল আবেদীন (টেলিভিশন প্রতিক) ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী আব্দুর রকিব (কমলা প্রতিক) পেয়েছেন ৯০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মেহেদী হাসান নিলতাফ (ব্যাট প্রতিক) ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী আলমগীর হোসেন-৩ (ফুটবল প্রতিক) পেয়েছেন ১১৮ ভোট। সহ যুগ্ম সম্পাদক পদে আইয়ুব হোসেন (আপল প্রতিক) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী শরিফুল ইসলাম (আনারস প্রতিক) পেয়েছছন ১১০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম (মাহেদ্রো প্রতিক) ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী শহিদুল ইসলাম (রিকসা প্রতিক) পেয়েছেন ৯০ ভোট। সহ সাংগঠনিক সম্পাদক পদে মিলন হোসেন (গোলাপ ফুল প্রতিক) ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী মো. সোহেল মিস্ত্রি (শাপলা ফুল প্রতিক) পেয়েছেন ৭৯ ভোট। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন এহসানুল হক মিলন। লাইন বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান (মোটর সাইকেল প্রতিক) ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী মো. আলাউদ্দীন (প্রাইভেটকার প্রতিক) পেয়েছেন ৮৬ ভোট। দপ্তর সম্পাদক পদে মফিজুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতিক) ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী মো. আলমগীর-১ (ফ্যান প্রতিক) পেয়েছেন ১০১ ভোট। প্রচার সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম স্বাধীন (মাইক প্রতিক) ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী মো. মিটু (সাউন্ড বক্স প্রতিক) পেয়েছেন ৭৬ ভোট। কার্যকরি সদস্য পদে খানজাহান আলী (দোয়েল পাখি প্রতিক) ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বদ্বী প্রার্থী খায়রুল আলম টুটুল (টিয়া পাখি প্রতিক) পেয়েছেন ১০৬ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ আলী সুমন। উল্লেখ্য, সাতক্ষীরা জেলা মাহেদ্রো থ্রী-হুইলার এন.পি.জে মালিক সমবায় সমিতির এ নির্বাচন মোট ২৯৯ জন ভোটারের মধ্যে ২৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।