আজ মহাসপ্তমী। এক করোনা, তার উপর পুজার আকাশ সকাল থেকেই মেঘলা। শহর ও জেলা জুড়ে মাঝারি বৃষ্টি। এরই মাঝে শুরু মহাসপ্তমীর মহাপূজা। শুক্রবার সকালে নবপত্রিকা মন্দিরে প্রবেশ, সকল দেব দেবীর প্রাণ প্রতিষ্ঠা। চক্ষুদান, ১৬ উপচর পুজা, ৫ম উপচর পুজা, অঞ্জলী, সন্ধ্যা আরতী ও প্রসাদ বিতরণ।
এবারের পুজা মানেই নিরানন্দ পুজা। করোনার কারণে প্যান্ডের ভিতরে আতঙ্কের ছোয়া। তবুও মহাষষ্ঠীতে মানুষ অল্প অল্প করে ভিড় জমিয়েছে। তবে পুরাটাই করোনার বিধি মেনে। সপ্তমীর সকালটা অবশ্যই অন্যরকম। সকাল থেকে চলছে থেমে থেমে বৃষ্টি। আকাশে কালো মেঘল ঘনাঘটা। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে সপ্তমী পুজা। চলবে সকাল ১১টা পর্যন্ত। এরই মাঝে যদি রোদের ঝিলিক পাওয়া যায় তাহলে বাঙালীর মনে স্বস্তি মিলতে পারে। তবে আবহাওয়া দপ্তরের কাছে তেমন সুখের খবর নেই। গোটা পুজা জুড়েই বৃষ্টি থাকার সম্ভাবনার কথা বলায় এবার পুজার আনন্দ ১৬ আনাই মাটি। তবে প্রবীনদের ধারণা করোনার সাথে বৃষ্টি- বাঁচাতে পারে সৃষ্টি।