বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শারর্দীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে সিমাই চিনি বিতারন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় সাতক্ষীরা শহরের বাটকেখালী দাসপাড়া গবিন্দ মন্দির প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা
জেলা শাখার সভাপতি গৌরপদ দাসের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর
ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআও) মো: ইসারুল ইসলাম ও দলিত পরিষদের উপদেষ্টা মো: আব্দুল খালেক।
এসময় বক্তারা বলেন পিছিয়ে পড়া দলিত সম্প্রাদের জনগষ্টীদের সংধবদ্ধ হতে হবে। ছেলে-মেয়েদের সুশিক্ষত ও করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন থাকরে হবে। সরকারী সহায়াতা প্রদানের আশ্বাসও দেন অনুষ্ঠানে বক্তরা।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বেদে সম্প্রদায়ের সভাপতি আকবার আলী, অশোকদাশ, রিনা রানী দাশ, টুম্পা রানী দাশসহ দলিত পরিষদের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন দলিত পরিষদ সদস্য রিয়া দাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা দলিত পরিষদের সদর উপজেলা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাশ।
অনুষ্ঠানে অত্র এলাকার ৩৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।