ঝালকাঠির রাজাপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উন্নয়ন ও অগ্রযাত্রায় অন্তরায় দুর্নীতি, প্রভাবমুক্ত সমাজ গঠনে করনীয় শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ১০ ডিসেম্বর সকাল ১০ টায় রাজাপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন, আঞ্চলিক ও রাজাপুর উপজেলা কমিটি এর আয়োজন করেন।
সংগঠনটির রাজাপুর উপজেলা কমিটির সভাপতি আঃ বারেক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, সাবেক সহকারী প্রধান শিক্ষক আমির খসরু বাবুল, সাবেক শিক্ষক বাবু নিত্যানন্দ শাহা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম জান্নাত কুরসিয়া, আন্তর্জাতিক সম্পাদক দুলাল তেওয়ারি, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।