সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শুক্রবার বিকালে জালালপুর হাই স্কুল মাঠে উক্ত সমাবেশ অনুষ্টিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা কলারোয়ার নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। এ সসময় জেলা আওয়ামীগের সহ সভাপতি সাঈদ উদ্দীন, সাংগাঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, জেলা শিক্ষা ও মানব বিষায়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা সুলতানা পাপড়ি, তালা সদর ইউ পি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক মমোজাফফার ররহমান প্রমুখ। উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাম প্রসাদ দাশ।