অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নিকট ৪৩০ পিচ কম্বল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আশা’র খুলনা বিভাগীয় এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম সেলিম আল রেজা উক্ত কম্বল গুলো সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আশা’র সাতক্ষীরার জলো ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমানত উল্লাহ, শাখা ব্যবস্থাপক এ কে এম আমিনুর রহমান, মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য।
বেসরকারী সংস্থা আশা’র পক্ষ থেকে এ সময় জানানো হয়, এই সংস্থাটি প্রতিবছর অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন।