শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারের তরুনীকে সাতক্ষীরায় এনে ধর্ম পরিবর্তন করে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ সাতক্ষীরায় ২৪ ঘন্টায় নাশকতার মামলায় জামায়াত বিএনপি’র ৫ নেতা কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে শিক্ষাবান্ধব ডাঃ আমিরুল ইসলাম ৬ বার এসএমসি’র সভাপতি নির্বাচিত মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাজুস সম্পাদক মনোরঞ্জন কর্মকার সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ  বিআরটিএ’র প্রাপ্তি স্বীকার রশিদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সাতক্ষীরায় কো*টা সং*স্কা*র আ*ন্দো*লনে পা*ল্টা-পা*ল্টি হা*মলা*য় পুলি*শ*সহ আহ*ত-১৩,আট*ক-১৫ বাজুস সাতক্ষীরা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত তালায় সরঞ্জামসহ ৩টি ডাহুক উদ্ধার তালায় আমার সংবাদ পত্রিকা ১ যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশাশুনির অনার্স পড়ুয়া রাজিব বিরল রোগে আক্রান্ত, বিত্তবানদের নিকট সাহায্যর আকুতি(ভিডিওসহ)

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

বিরল ব্যাধির কবলে পড়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের অনার্স পড়ুয়া রাজিব গাইন (২০)। সে ওই ইউনিয়নের মাদিয়া গ্রামের কৃষক কার্তিক চন্দ্র গাইনের ছেলে। দাম্পত্য জীবন কার্ত্তিক চন্দ্র গাইন দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এরমধ্যে রাজিব সবার বড়। জন্মের পর থেকেই সে এই বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করেছে। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

রাজিবের বাবা কার্ত্তিক চন্দ্র গাইন জানান, জন্মের পর থেকে রাজিবের বামহাতসহ বাম সাইড মার্বলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে তা বাড়তে থাকে। সাথে সাথে চলে স্থানীয়ভাবে চিকিৎসাও। দেখলে মনে হবে গাছের বাকলের (ছালের) মত ছেয়ে গেছে পুরা হাতটি। আক্রান্ত বাম হাত তার দেহের সব অঙ্গের চেয়েও ভারি হয়ে উঠেছে। বিকট যন্রনায় মাঝে মধ্যে অস্তির হয়ে পড়েছে রাজিব।

তিনি আরো জানান, রাজিবের চিকিৎসার জন্য দেশের অনেক হাসপাতালে গিয়েছি। এখন সর্বস্বআন্ত হয়ে পড়েছি। সঠিক চিকিৎসা কোথাও পাইনি। এমনকি টাকার অভাবে তার লেখা পড়াও বন্ধ করে দিতে হয়েছে। তিনি এ সময় আবেগজড়িত কন্ঠে বলেন, সমাজের উচ্চ বিত্তরা যদি তার ছেলের চিকিৎসার দায়িত্ব নেন তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন।

যন্রনায় কাতর রাজিব জানায়, মাঝে মধ্যে চুলকায় এবং প্রচুর যন্রনা করে তার। তখন সে দিশেহারা হয়ে পড়ে। সে আক্ষেপ করে আরো বলে, আশাশুনি ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়ে আর তার লেখা পড়া হয়নি অর্থের অভাবে। তার কৃষক বাবা তাকে চিকিৎসা করাবেন না তার লেখাপড়ার খরচ যোগাবেন? বাইরের দুনিয়া সে ঠিকমত দেখতে পারে না, কলেজে যেতে পারে না। খেলতে পারেনা। তার জীবনে যেন কোন আনদ নেই।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল জানান, এ রোগটি একটি জন্মগত রোগ। এটি সম্পূর্ণ ভালা না হলেও এটি নিয়ন্রনে রাখা সম্ভব। নিয়ন্রনে রেখে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার সমস্ত শরীরে এই গোটা গোটা টিউমার ছড়িয়ে পড়েছে।

তিনি আরা জানান, এটি নিয়ন্রনে রাখার জন্য সেভাবে তাকে চিকিৎসাও দেয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজিব ও তার পরিবারের কাছে সাহায্য পাঠানোর জন্য-০১৭৫০-৮০৬৬৫১ নাম্বার (বিকাশ ও নগদ) অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!