বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলু দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় এবং যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে জেলা রিটানিং কর্মকর্তা কর্তৃক নাম ঘোষণা করায় সোমবার ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাব ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার এফডিসি মার্কেটে ব্যবসায়ী প্রিয় গোপালের সত্যজিৎ ঘোষ, ওয়ার্ছী জুয়েলার্সের আব্দুল মজিদ, আল বারাকা-২ এর শহিদুল ইসলাম, আল-আমীন জুয়েলার্সের আব্দুস সাত্তার, আহসানিয়া জুয়েলার্সের সিদ্দিকুর রহমান, সিটিগোল্ড হাউসের আক্তারুল বশির অনু, তানিয়া জুয়েলার্সের রেজাউল ইসলাম, খান হোমিও হলের সিরাজুল ইসলাম খান, ব্যবসায়ী আবু হোসেন ফিরোজ, ফেরদৌস হোসেন, মাসুদ রানা, মনিরুজ্জামান মনি, আব্দুল হাই, আজমল হোসেন ও আবুল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলুকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ৩ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে মো. কামরুজ্জামান বুলুর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। সংগঠনের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বুলু নিউমার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক, এফডিসি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী। ফুলেল শুভেচ্ছার জবাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলু বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে প্রত্যেক মানুষের রয়েছে মৌলিক অধিকার। ভোটাধিকার তারমধ্যে অন্যতম। ভোটাধিকারের মাধ্যমে মানুষ তার পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারেন। গণতন্ত্রে চর্চা ও মূল্যবোধ জাগ্রত করতে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) গণমানুষের দল। কৃষক-শ্রমিক-ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে দলটি কাজ করে যাচ্ছে। এছাড়া গণতন্ত্রের বিকাশ ও মানুষের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন আনতে দলটি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। উন্নয়ন, অগ্রগতি ও শান্তিময় দেশ গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।