জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচলানার জন্য কলারোয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ আলোচনা সভা শেষে জেলা জাসদের সভাপতি ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলুর নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, জাসদ নেতা ইসমাইল হোসেন, আবু বক্কর সিদ্দিক, শেখ আবদুল হাকিম, শেখ নুরুল আলম, জাতীয় যুবজোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম শামীম, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম প্রমুখ।
আলোচনা সভা শেষে কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাককে আহবায়ক এবং রেজাউল ইসলামকে যুগ্ম-আহবায়ক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।