সাতক্ষীরা শহর থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল নয়টার দিকে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ের যাত্রী ছাউনির সামনে থেকে তাদের আটক করাহয়। এসময় তাদের কাছথেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন বাগেরহাট জেলার বারইপাড়া ইউনিয়নের হাফিজুল ইসলামের ছেলে মো. নাইম হাসান (১৯) ও সাতক্ষীরা সদরের মাছখোলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারকে ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ের যাত্রী ছাউনির সামনে বিশেষ অভিযান পরিচালনা করাহয়। অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। আটককৃতদের তথ্যমতে, একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ চক্র আগেও জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।