জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর ২০২০) বিকেলে বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে মহানগরীর কোনাবাড়ী একালায় কুদ্দুস নগর নবদিগন্ত স্কুল এন্ড কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর গাজীপুর জেলার সদস্য সচিব মোঃ আলমগীর কবীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আনিসুর রহমান মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কোনাবাড়ী মেট্রোপলিটন থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান মাষ্টার, গাজীপুর মহানগর যুবমহিলালীগ নেত্রী কামরুন্নাহার মুন্নি, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক রাকিব হাসান, আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং কন্সালটেন্ট লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে শেখ রাসেলের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।