সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে হস্তান্তরের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বেসরকারি কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ দাবি আদায় কমিটির জেলা সম্বয়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তেব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর শেখ আবু ছালেক, অফিস সহকারী রাজীব দাশ, আবুল কালাম, মোজাম্মেল হক, জাহিদ হাসান, নিশীথ ব্যানার্জী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, উত্তম দাশ, শিল্পী খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, সরকারি কলেজগুলোতে দিনভর খেটেও বেসরকারি কর্মচারীরা সামন্য বেতন পান। এতে বেসরকারি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা যোগদানের তারিখ হতে চাকুরি রাজস্বখাতে হস্তান্তর, স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান ও চাকুরিকালীন সকল বকেয়া পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।