বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী টুঙ্গিপাড়ায় ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ জীবিত নারীকে মৃত দেখিয়ে ওয়ারেশ কায়েম সনদ দেওয়া ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ সাতক্ষীরায় কনস্টেবল ও নায়েক পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর সমাপনী ও সনদপত্র বিতরণী  বৃষ্টির জন্য তালায় বিশেষ নামাজ আদায়

সাতক্ষীরায় আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২০) বিকাল সাড়ে ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী জুলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর’র ফলক উন্মোচন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘করোনা পরিস্থিতির মধ্যেও দেশের উন্নয়ন অগ্রযাত্রা থেমে নেই। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভাল আছে। শীতকালে আমাদের দেশে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে আগাম সতর্ক ও সজাগ হওয়ার আহবান জানিয়েছেন। করোনার সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার মধ্যেও কিছু দুষ্টু প্রকৃতির মানুষ সহিংসতা কর্মকান্ড ও হত্যার মতো কাজ ও করছে। এরা কি ভাবেনা তাদের ও তো একদিন মরতে হবে। দেশের বাহিরে বসেও স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে সেই অপশক্তি দেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং সজাগ থাকতে হবে। আমি নির্বাচিত হওয়ার পর আমার নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন, মসজিদ-মন্দিরসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর সেই পরিকল্পনায় উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলী মোল্যা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল গফ্ফার। ‘রাজস্ব বাজেটের (কোড নং-৭০১৬)’ শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা চুক্তি মূল্য ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ জাহিরুল আলম, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রমুখ। এসময় কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠঅন সঞ্চালনা করেন প্রভাষক বুলবুল আহমেদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!