ব্রইন স্ট্রোক ও কিডনি জনিত রোগে আক্রান্ত রফিকুল ইসলামের চিকিৎসা সহায়তা হিসেবে চেক প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে অসুস্থ রফিকুল ইসলামের স্ত্রী প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুর হাত থেকে এ সহায়তার চেক গ্রহণ করেন। অসুস্থ রফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা পৌরসভার কুখরালী গ্রামে।
এসময় প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনেও এ ধরনের মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।