গাজীপুরের কাশিমপুর এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিনব্যাপী তিতাস গ্যাস চন্দ্রা জোনাল অফিস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান জানান, কাশিমপুর থানা এলাকার বারান্ডা এলাকায় অভিযান পরিচালিত করে এক হাজার বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।এসময় দুই কিলোমিটার গ্যাস পাইপ লাইন উত্তোলন করা হয় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৫ বাড়ির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অভিসের ব্যাবস্থাপক মামুনুর রহমান জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ২০১২ সাল থেকে এসব এলাকায় অবৈধভাবে পাইপলাইন বসিয়ে নিজেরাই গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান ওই কর্মকর্তা ।