দেশজুড়ে ধর্ষন, যৌন নিপীড়নসহ নরীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১১ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর জোছনা আরা।
এ সময় আরো বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ন সাধারন সম্পাদক সুলেখা দাস, রোকসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশনারা আরা রুবি প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ধর্ষন ও যৌন নিপীড়নসহ নরীর প্রতি সহিংসতা সহ শিশু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্ষন ও যৌন নিপীড়নে জড়িতদের বাংলার মাটিতে কোন ঠাই নেই। বক্তারা এ সময় ধর্ষন ও যৌন নিপীড়নে জড়িতদের ফাঁসির জোর দাবি জানান তারা।