সাতক্ষীরা জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
শনিবার ১০ অক্টোবর জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জাকির হোসেন মৃধা ও সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মোড়ল জিয়াউর রহমান জিয়া স্বাক্ষরিত এক পরিপত্রে সাতক্ষীরা জেলা তরুণ পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী তিনমাস মেয়াদি কমিটিতে মোঃ হাসান মিয়াকে আহবায়ক ও হারুনর রশীদ কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এ সাতক্ষীরা জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদ উপনেতা জিএম কাদের, জাতীয় পাটির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু,কেন্দ্রীয় নেতা শেখ মাতলুব হোসেন লিয়ন ও কেন্দ্রীয় নেতা এডভোকেট মোড়ল আব্দুস সাত্তার, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক জিয়াউল হক জুয়েল সহ অন্যান্য কেন্দ্রীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।