নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং সহিংসতার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারে সংগঠনের সভাপতি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম-সম্পাদক এ্যাডঃ মোস্তফা জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ এ,এস,এম, আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ এ,বি,এম, সেলিম, এ্যাডঃ মোঃ শহিদুল্লাহ (২), এ্যাডঃ সরদার আমজাদ হোসেন, এ্যাডঃ মহিতুল ইসলাম, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ নুরুল আমীন, এ্যাডঃ ফেরদাউস হোসেন, এ্যাডঃ হাসনাত মনির, এ্যাডঃ আমিনুল ইসলাম, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ সিরাজুল ইসলাম, এ্যাডঃ তোহা কামাল উদ্দিন, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ শেখ আবু সাইদ রাজা, এ্যাডঃ জিয়াউর রহমান, এ্যাডঃ মোস্তফা হেলালুর রহমান, এ্যাডঃ ফিরোজ আহমেদ সুমন, এ্যাডঃ রফিকুল ইসলাম, এ্যাডঃ মিজানুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা বহু বেড়ে গেছে। গৃহবধু, কলেজ ছাত্রী, মাদ্রাসার শিশু বাচ্চা কেহ নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সম্প্রতিকালে ঘটে যাওয়া সকল ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানান।