সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে আওয়ামী লীগে অনুপ্রবেশকরী দ্বারা ষড়যন্ত্র, হয়রানী ও মিথ্যে মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে আশাশুনির ৮ নং খাজরা ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন খাজরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন মোড়ল, খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী, যুবলীগ নেতা রিপিয়ান হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চু, হোসেন আলী, রাম পদ সানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন আওয়ামীলীগে নব্য অনুপ্রবেশকারী হাইব্রিড আওয়ামীলীগার ও জামাত বিএনপির সক্রিয় নেতা কর্মীদের সাথে নিয়ে সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ষড়যন্ত্র করে ডালিমকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। বারবার নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারমান আলহাজ্ব এস এম শাহনাওয়াজ ডালিমের বাড়িঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে নির্যাতন এবং লুটপাট করেছে ওই কুদ্দুছ বাহিনী। তারা আওয়ামিলীগ থেকে, আশাশুনি থেকে চেয়ারম্যান ডালিমের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এসময় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয় খাজরা ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা শিক্ষক, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সহস্রাধিক ইউনিয়ন বাসী উপস্থিত ছিলেন।