সাতক্ষীরা বাস টার্মিনালে হাইড্রোলিক হর্ন অপসারণ অভিযানে নামে পুলিশ। বুধবার দুপুরে বিভিন্ন বাস-ট্রাক-মোটরসাইকেল থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এসময় অপসারণকৃত ৮ শতাধিক হর্ন বাস টার্মিনালে পুড়িয়ে ফেলা হয়।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান,গাড়ী চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। শব্দ দুষণকারী হাইড্রোলিক হর্ন অপসারণের এই অভিযান চলমান থাকবে। তিনি গাড়ী চালকদের হাইড্রোলিক হর্ন পরিবারের পরামর্শ দেন।