গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক:
প্রকাশের সময় :
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
১৬১৮
বার পড়া হয়েছে
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের নব নিযুক্ত কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা এর সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় করেছেন। বুধবার দুপুরে কশিনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জিএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া, উপ-কমিনার মিডিয়া মোঃ জাকির হোসেন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আবুল হোসেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় কমিশনার জানান, সমস্যার কারনে মানুষ পুলিশের কাছে আসেন, আনন্দের জন্য নয় । গাজীপুর মেট্টোপলিটন পুলিশ মানুষের সেবা দিতে প্রস্তুত থাকবে সবসময় । তাই,সকলের সমন্বয়ে সঠিক সেবা নিশ্চিত করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন কমিশনার ।