সাতক্ষীরা তালায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে স্কুলের অফিস কক্ষে প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মীর সামসুদ্দোহা আকবর কল্লোল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর, আসমা পারভীন, সুপ্রিয়া রানী, মাজিদা খাতুন, শাহানা আকতার, মুক্তা রানী, ফেরদৌস আক্তার, আমেনা খাতুন বিউটি, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, সেলিম হায়দার ও আকবর হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য ম্যানিজিং কমিটির সভাপতি মীর সামসুদ্দোহা আকবর কল্লোল বলেন, আমি স্কুলের দায়িত্ব নেওয়ার পর হতে ৩ বৎসর যাবত স্কুলের উন্নয়ন কল্পে আমার সাধ্যমত সততা ও নিষ্টার সহিত কাজ করার চেষ্টা করেছি।