সাতক্ষীরায় পরিত্যক্ত স্কুল ভবনের ধসে পড়া ছাদে চাপা পড়ে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে শহরের পিএন হাই স্কুঐল এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মোঃ আলাউদ্দিন (৩৯)। সে শহরের সুলতানপুর এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুক্তিতে স্কুলের পুরাতন ভবন ভেঙ্গে ফেলার কাজ করছিলঝ তিন শ্রমিক। এ সময় ছাদের একাংশ অংশ ধসে পড়লে ওই শ্রমিক নিচে পড়ে যায়। পরে তার দেহের উপর হুরমুড় করে ছাদের বাকি অংশ ভেঙ্গে পড়ে। এসময় সাথে থাকা দুই শ্রমিকের চিৎকার পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।