সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বি,এন,পি’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর ২০২০) বেলা ১১টায় উপজেলার ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা বি,এন,পির সহ সভাপতি ও কুশুলিয়া ইউ পি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বি,এন,পির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। তিনি বক্তব্যে বলেন বিএনপিকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করতে আমি সদস্য সচিবসহ জেলা নেতৃবৃন্দের সাথে নিয়ে কাজ করে চলেছি। শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে সকল বাঁধা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। হামলা মামলার ভয় করার সময় নেই, দলের ত্যাগীদের সাথে নিয়ে বিগত দিনে রাজপথে ছিলাম, এখন দুঃসময়ে আছি, আগামীদিনে থাকবো। কিন্তু কোন ষড়যন্ত্র আমাদেরকে রুখতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বি,এন,পির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হবিবুর রহমান (হাবিব)। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ লুৎফর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী বকস্ গাইন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন আহমেদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আহছানউল্যাহ তরফদার, সাধারন সম্পাদক জিএম রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল সরদার,আজিজুর রহমান খাঁন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, যুগ্ম সম্পাদক গাজী জাহাঙ্গীর কবীর, মথুরেশপুর বিএনপির সিনিঃ সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু তাহের, রতনপুর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, রফিকুল ইসলাম বাবু, দঃ শ্রীপুর বিএনপির সহ সভাপতি জুলফিক্কার আলী সাঁপুই, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন সরদার, তারালী বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মৌতলা বিএনপির পলাশ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল্যাহ বাহার, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী রেদাওয়ান ফেরদৌস রনি প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক খোদা বকস্, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেকসহ দলের প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও অনুষ্ঠান শেষে দোয়া মোনাজান করা হয়। বক্তাগন বিএনপিকে তৃনমূল পর্যায়ে সু-সংগঠিত করার পাশাপাশি উপজেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের তাগিদ দেন। এছাড়া বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও দুস্কৃতকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন এবং দলের ত্যাগী, নির্যাতিত, নিষ্পেশীত, মামলা, হামলায় ক্ষতিগ্রস্তদের মুল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়।