গাজীপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ৬০ লক্ষ টাকার গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২০) বিকেল ৩ টায় মহানগরীর সাগর সৈকত কনভেনশন সেন্টারে এ গাছের চারা প্রতিটি থানা ও ওয়ার্ড সদস্যের মাঝে বিতরণ করা হয়। গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন হেলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাদির মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ বাবু সমির চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড,উম্মে কুলসুম স্মৃতি(এমপি)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুকসেদুল আলম,মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী সেলিনা ইউনুছ,কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন এই চারাগাছ রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি থানায় ৫ লক্ষ করে টাকা প্রদান করা হবে।